A Top Ads

শাহেদ হোসেন অপু : উন্নত চিকিৎসায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান ভরতের চেন্নাইয়ে অবস্থিত বিশেষায়িত হাসপালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তিনি শনিবার সাড়ে সাতটায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় তার নিজ বাসভবন থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় দ্রুত সুস্থ্য হতে এলাকাবাসীসহ তার শুভাকাঙ্খিদের কাছে আবেদন জানান।

কাউন্সিলর ইস্রাফিল প্রধানের সচিব রনি হোসেন জানান, শারিরীক অসুস্থ্যতায় বেশ কিছুদিন ধরে ভুগছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নাম্বার ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ইস্রাফিল প্রধান। ত্ইা উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে এ্যাপোলো হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য আজ চেন্নাইয়ের উদ্দেশ্যে তিনি রওয়ানা করেছেন। তিনি যেন দ্রুত চিকিৎসা শেষ সুস্থ্য হয়ে আমাদের মাঝে আবারো ফিরে আসতে পারেন তাই এলাকাবাসীসহ নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন রনি হোসেন।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর নয় নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান। তিনি পরপর এই ওয়ার্ডে তিন তিনবারের জনপ্রতিনিধি। ওয়ার্ডটিকে রাস্তা, ঘাট, ব্রীজ কালভাট করে সাধারণ মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। ওয়ার্ডটিকে করেছেন ডিজিটাল ওয়ার্ডে রুপান্তর।

আসমা আক্তার নামে ঝালকুড়ি এলাকায় ষাটর্ধ্ব এক নারী জানান, এই ওয়ার্ডে কাউন্সিলর ইস্রাফিল প্রধান অত্যন্ত বিনয়ী, নম্র ভদ্র এবং জনপ্রিয় মানুষ। এলাকার মানুষের বিপদে, আপদে, সুখে দুখে পাশে থাকেন। তাই এই এলাকায় বারবার তিনি জনপ্রতিনিধি হয়ে মানুষের মনের মনিকোঠায় থাকবেন।

আগের সংবাদ দেখুনমাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন
পরের সংবাদ দেখুনযুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাতে বিএনপি উন্মাদ হয়ে আছে: এমপি খোকা