নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন বলেছেন, ফতুল্লায় যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল করার কথা ছিল। সেই ইফতার মাহফিল করতে দেয়া হয়নি। পুলিশ দিয়ে স্টেজ ভেঙে দেয়া হয়েছে। এখন যে নেতা বলেন তিনি নাকি জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, ওখানে ইফতার মাহফিল হলে সংঘাত হত এবং সেটার দায় নাকি তাদের দেয়া হত। উনি কী গোয়েন্দা বাহিনীর প্রধান? নারায়ণগঞ্জের গোয়েন্দারা কী ব্যার্থ? যে এ সংবাদ তারা পেল না, কিন্তু উনি পেলেন। তাকে তো গোয়েন্দা বাহিনীর প্রধান বানানো দরকার।
প্রশাসনের জিজ্ঞাসা করা দরকার, কার থেকে তিনি এ সংবাদ পেয়েছিল। ব্যাবস্থা নিতে হবে। নয়ত প্রমানিত হবে যে, এটাও তার একটা ষড়যন্ত্র। মানুষের কাছ থেকে তিনি (শামীম ওসমান) জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। এখানে যদি তারেক রহমান বক্তব্য দিত, বিভাগীয় নেতারা বক্তব্য দিত, তাহলে এখানে তার অনেক অপকর্মের কথা বলা হত। সে অপকর্মের কথা সহ্য করতে পারবে না। তাই ষড়যন্ত্র করে এই ইফতার মাহফিল বন্ধ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে জেলা বিএনপির আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরো বলেন, নারায়ণগঞ্জের এক নেতা বলেন অনেক খুনের সাথে নাকি আমি জড়িত। নারায়ণগঞ্জের সবচেয়ে অপরাধী ব্যাক্তি কী আমি আর আমার সন্তান? ত্বকী হত্যা কখন হয়েছিল? এ সরকারের সময়। র্যাব তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে। আদালতে দেয়ার আগেই তা সরকারের প্রভাবে বন্ধ করে দেয়া হয়। অনেক টর্চারসেল নারায়ণগঞ্জে পাওয়া গেছে, ব্যাবসায়ীদের নিয়ে পেটানো হয়েছে, হত্যা করা হয়েছে। একটারও বিচার হয়নি। নারায়ণগঞ্জের মানুষ জানে, কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
সাত খুনের প্রধান আসামিকে ভারত পালিয়ে যেতে কে বলেছে, তা দেশবাসী শুনেছে। এখন ক্ষমতায় আছেন, অনেক কথা বলছেন। খেই হারিয়ে ফেলছেন। আপনার সন্তানরা কোথায় চাঁদাবাজি করে, সেটাও সবাই জানে। ডিস ব্যবসা, ইন্টারনেট ব্যাবসা, টেম্পো, সিএনজি, অটোরিকশা থেকে কারা চাঁদা নেয়, সেটার ভাগ কোন পরিবারের সদস্যরা পায়, সবাই জানে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র ১ম যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল প্রমূখ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan