A Top Ads

বিএনপিকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘একটা কথা বলতে চাই, আমি থাকি বা না থাকি; আপনারা কিছু করতে পারবেন না। আমরা যদি একবার জনগনের কাছে বিচার দেই, জনগন কিন্তু আপনাদের ছাড় দিবে না। অমুকের উকিল মা, তমুকের উকিল বাপ দিয়ে কোন কাজ হবে না।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কিছু কিছু লোক আছে আদর-বাদর টাইপ। গালাগালি করে বক্তব্য দেয়। নিজেরা বক্তব্য দেয়, নিজেরাই শুনে। আমরা তোমাদের মতো পাগল-ছাগল নিয়ে চিন্তাই করি না। আমাদের ছাত্রলীগ যুবলীগও তোমাদের নিয়ে চিন্তা করে না। তোমাদের জন্য আমাদের মহিলা লীগ, যুব মহিলা লীগই যথেষ্ঠ। ওনাদের ঝাড়ুর বাড়ি খেলেই পালাবে।’

শামীম ওসমান বলেন, ‘ নারায়ণগঞ্জে কয়েকটা পিপীলিকার পাখনা গজাইছে। আমরা কাউকে আন্ডারস্টিমেট করি না। আপনারা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যেভাবে খুন-খারাবি করেছেন, আপনাদের কারণে ২০০১ সালে আমাদের শত শত নেতাকর্মীরা বাসায় ফিরতে পারে নাই। কত মানুষকে পুড়িয়ে মেরেছেন। আপনারা কি করতে চাচ্ছেন, সেটা যদি বাংলাদেশে হাতে গোনা ১০-১২ জন খবর রাখে, তাদের মধ্যে শামীম ওসমান একজন। নারায়ণগঞ্জে এরকম চেষ্টা কইরেন না।’

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

আগের সংবাদ দেখুনরিক্সা চালক হত্যার আসামি গ্রেফতার
পরের সংবাদ দেখুনঅপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২