A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছরই ঈদের আগমুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল থেকে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে নতুন টাকা। এবারের ঈদুল ফিতরে নারায়ণগঞ্জের চারটি ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকার নোট।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বিভিন্ন ব্যাংকের ৪০ শাখার মাধ্যমে নতুন টাকা পাওয়া যাবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ করা হবে। নারায়ণগঞ্জে জেলায় মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের কাঁচপুর শাখা এবং প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা।

আগের সংবাদ দেখুনস্নানোৎসব শেষে বসছে লোকজ মেলা
পরের সংবাদ দেখুনদুই মাসে ৬৬ লক্ষ টাকা জরিমানা