নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর গুদারাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। ২৭ এপ্রিল অভিযান পরিচালনা করে মো. জুনাইদ (২০) ও তবারক হোসেন (২২)’কে আটক করা হয়।
শুক্রবার র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রণ লিডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan