A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ: খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব যিশুখ্রিস্টের জন্মভূমিতে  ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়  বলেছেন, গাজার একঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করেছেন দখলদার ইসরায়েলি সেনারা।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

হামাসের এক মুখপাত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ওই অঞ্চলে অসংখ্য পরিবার বাস করতো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন আহত ব্যক্তিকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে- কিছু শিশুর মুখ রক্তে রঞ্জিত। তাদের শরীরের বিভিন্ন অংশ ব্যাগে স্তূপীকৃত করে নেওয়া হচ্ছে।

আগের সংবাদ দেখুনফের আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে: শাহজাহান সাজু
পরের সংবাদ দেখুনইসরায়েলি হামলায় নিহত ২৫০ জন