
নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :
ইসরায়েলি হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত এক প্রতিবেদনে জানা গেছে , গাজায় ইসরায়েলি এই হামলায় বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া ও জানা গেছে, একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
ইসরায়েলি এই হামলায় বহু ভবন ধসে গেছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের স্তূপের নিচে আটকা পড়েন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে উৎসাহিত করতে চান বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর বরিয়েছে। হামাস এই বক্তব্যের নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২০ হাজার ৬৭৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫৪,৫৩৬ জন আহত হয়েছেন।