নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার নারায়ণগঞ্জ চাষাড়ার বিভিন্ন স্থানে ইফতার তৈরিকারী দোকানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
শুক্রবার নারায়ণগঞ্জ ডিসি অফিসের জে.এম. শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় দ্রব্য মূল্যের তালিকা সংরক্ষণ, ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি এবং তৈরির বিষয়ে সতর্ক করা হয়। এসময় ২টি মামলায় ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের খাবারের পরিচ্ছন্নতা ও মানের বিষয়ে পরামর্শ দেয়া হয় এবং সতর্ক করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan