A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার নারায়ণগঞ্জ চাষাড়ার বিভিন্ন স্থানে ইফতার তৈরিকারী দোকানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

শুক্রবার নারায়ণগঞ্জ ডিসি অফিসের জে.এম. শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় দ্রব্য মূল্যের তালিকা সংরক্ষণ, ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি এবং তৈরির বিষয়ে সতর্ক করা হয়। এসময় ২টি মামলায় ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের খাবারের পরিচ্ছন্নতা ও মানের বিষয়ে পরামর্শ দেয়া হয় এবং সতর্ক করা হয়।

আগের সংবাদ দেখুনগাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার
পরের সংবাদ দেখুনরূপগঞ্জে বিএনপির মতবিনিময় ও ইফতার