
আকতার হোসেন,নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন নয়াপুর ইসলামী মহাসম্মেলন মাঠে ইমাম উলামা ঐক্য পরিষদ এর উদ্যোগ ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি শরিফুজ্জামান এর সভাপতিত্বে মাওঃ ইলিয়াস মজুমদার ও মুফতি আব্দুল মান্নান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা শেখ সাদী- সহ-সভাপতি ইমাম ওলামা ঐক্য পরিষদ, মুফতি আবু বক্কর লাদুরচর মাদ্রাসার মুহতামিম, মুফতি মোজাম্মেল হক- সাধারণ সম্পাদক ইমাম উলামা ঐক্য পরিষদ, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি দেলোয়ার, মুফতি এবাদুল্লাহ শিবলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম, মাওঃ হযরত আলী, হাফেজ মাওঃ আবুল কালাম, হাফেজ মাওঃ কারী ওমর ফারুক, গোলাম মোস্তফা, মাওঃ আবুল বাশার,হারেছ মাষ্টার, হাফেজ আবু তাহের, মুফতি নূরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন আল-আকসা মুসলমানের প্রথম কেবলা। আল-আকসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। পশ্চিমারা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। পরে প্রতিবাদ সভা শেষে নয়াপুর হাইওয়ে রোড থেকে মিছিলটি কাঠালিয়া পাড়া স্কুলে গিয়ে শেষ হয়।