A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ণ পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ ফরাজির বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। সম্প্রতি নিজের এসকল অভিযোগ শাক দিয়ে মাছ ঢাকার মত সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। তার একের পর কর্মকান্ডে এলাকাবাসীরা ফুসে উঠেছে।

জমি দখল চেষ্টায় বাধা দিতে গেলে ইউপি সদস্য খোরশেদ ফরাজি ও তার সহযোগিরা মিলে দেশীয় বিভিন্ন অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করে।

এলাকাবাসীরা জানান, ইউপি সদস্য খোরশেদ ফরাজি পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তাতুয়াকান্দি এলাকার সেলিমুল ইসলাম ওরফে সেলিম নামে এক জমি ব্যবসায়ীর নিকট দাবীকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় জমি ব্যবসায়ী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউপি সদস্য খোরশেদ ফরাজির বেপরোয়া আচরনে এলাকাবাসী অনেক ক্ষুদ্ধ।

সে জমি দখল, বালু ভরাট, বিচার সালিশে ঘুষ নেওয়া, ওয়ারিশ সনদ নিতে টাকা আদায়, উঠতি বয়সি তরুন, যুবকদের নিয়ে এলাকায় মহড়া দেওয়া, প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এলাকায় আদিপত্য বিস্তারসহ নানা অপরাধ প্রবনতায় লিপ্ত রয়েছে। এলাকাবাসী আরো জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে সে প্রায় ৩৫ লাখ টাকা খরচ করেছিলেন।

নির্বাচিত হওয়ার পর খোরশেদ ফরাজি স্থানীয় মঙ্গলেরগাঁও বটতলা বাজারে শীততাপ নিয়ন্ত্রীত একটি অফিস নিয়েছেন। যা কিনা অত্যন্ত ব্যয় বহুল একটি অফিস। ইউপি সদস্য হিসেবে সরকারি অনুদান ছাড়া বর্তমানে তার আর কোন আয় উপার্জন না থাকায় সে আরো বেপরোয়া হয়ে উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য খোরশেদ ফরাজি সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে খোরশেদ ফরাজি। তার বাবা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। ২০০৮ সালে তিনি বিদেশে পাড়ি জমান। বিদেশ থেকে এসে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় মানুষের জমি দখল, বিচার আচার করে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্ম করে অতি অল্প সময়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় তুলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসীরা জানান, এক সময়ে যার বাবা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তার ছেলে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার নিরীহ মানুষকে দিনের পর দিন জিম্মি করে তাদের বিভিন্নভাবে হয়রানি করছেন। শুধু তাই নয় আওয়ামীলীগ সরকারের নাম ভাঙ্গিয়ে একের পর এক পুরো এলাকায় ত্রাসের রাজক্ত কায়েক করছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে খোরশেদ ফরাজি নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুন্ন করছে।

ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে জানতে চাইলে পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়নগঞ্জ ক্রাইম নিউজকে জানান, ইউপি সদস্য খোরশেদ ফরাজির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ মৌখিকভাবে শুনেছি। তবে এ বিষয়ে সত্যতা আছে কিনা খতিয়ে দেখতে হবে।

আগের সংবাদ দেখুনসোনারগাঁ পৌরসভার দুই ত্রাশ গ্রেফতার
পরের সংবাদ দেখুনঅবৈধ দোকানপাট উচ্ছেদ