লালমনিরহাটে গতকাল বিকালে দুবৃত্তদের পুড়িয়ে দেওয়া এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ছয়টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গতকাল সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারতলা বাসাটির চতুর্থ তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বেশিরভাগই পুড়ে বিকৃত হওয়ায় আজ সকাল ১০টা পর্যন্ত কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে তারা আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থী হতে পারে বলে নিখোঁজ হওয়া সন্তানদের পরিবার ধারণা করেছে।
জানা গেছে, শেখ হাসিনার পতনের পর গতকাল বিকালের দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকার চারতলা বাসায় অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা। এতে পুরো বাড়িটি পুড়ে যায়। তবে ওই সময় বাড়িতে ওই আওয়ামী লীগ নেতা বা তার পরিবারের কেউ ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে গতকাল শহরের মিশন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়া ছয় শিক্ষার্থী বিকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
সারাদিন কোনো খোঁজ না পেয়ে নিখোঁজদের দুটি পরিবার গতকাল রাতে সেনাসদস্যদের সহায়তায় বাড়িটিতে গিয়ে লাশগুলো দেখতে পায়। পরিবারের ধারণা, লাশগুলো তাদের নিখোঁজ সন্তানদের হতে পারে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সহিদার রহমান জানান, লাশগুলো উদ্ধারের পর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ বিষয়ে কথা বলতে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি সদর থানার ওসি ওমর ফারুক।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan