A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াহাজারে মোসলেম হত্যার বিচার ও নির্দোষ ব্যক্তিদের অব্যহতির দাবী জানিয়ে স্থানীয় লোকজন শালমদী নয়াবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সোমবার বেলা ১১ টার সময় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়া বাজারে নারী পুরুষ সহ কয়েকশ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।

শালমদী বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, গত ২৪ ফেব্রুয়ারী শালমদী এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাতেন গ্রুপ ও মোসলেম গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৬ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে মোসলেম সহ ৬ ব্যক্তিকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ঐ দিনই সন্ধ্যায় মোসলেম এর মৃত্যু হয়। এ ঘটনায় ২০ জনকে আসামী করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেন।

তিনি বলেন, মোসলেম হত্যার সাথে জড়িতদের সাথে বেশ কয়েকজন নীরিহ ব্যক্তিকে মামলায় আসামী করা হয়েছে। যারা ঘটনার সময় এলাকায়ই ছিলনা। নিরিহ মানুষদের আসামী করার কারণে এলাকার মানুষ রাস্তায় নেমেছে।

মাহমুদপুর ইউনিয়নের চেয়রম্যান আমানউল্লাহ আমান বলেন, নিহত মোসলেম একজন ভাল মানুষ ছিল। তাকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্ত মূূলক কঠোর শাস্তির দাবী জানাচ্ছি এবং এ মামলায় নিরিহ ও এলাকার সম্মানীত ব্যক্তি বিল্লাল, জাকারিয়া, আলী আকবর সহ নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি প্রদানের দাবী জানাচ্ছি। চেয়ারম্যান বলেন, একটি পক্ষ ফায়দা লুটার জন্য ঘটনার সময় যারা এলাকায় বা ঘটনাস্থলেই ছিল না, তাদেরকেও মামলায় জড়িত করেছে। এ বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

আগের সংবাদ দেখুনবখাটে মাহিন গ্রেফতার
পরের সংবাদ দেখুনকৃষকদের তিন ফসলি জমি বালু দিয়ে ভরাট