A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বিশ্বজাকের মঞ্জিলের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নাম্বার ওয়ার্ড কর্মী প্রধান ও জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বলেছেন, ‘মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না, হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগি পানিতে ডুবে মরেছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টেরসীমা নেই। এমন অবস্থায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাড়াতে হবে। তাদের সহযোগীতায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। কোন ভেদাভেদ রাখা যাবে না। বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বানভাসি মানুষের মাঝে প্রায় দুই হাজার খাদ্য সহায়তা পাঠানোর সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নাম্বার ওয়ার্ডের বিশ্ব জাকের মঞ্জিলের কর্মীরা চৌদ্দগ্রাম উপজেলার শ্যামপুর, নলিস্বর, হাজারিপাড়া, নরানদিয়া, সরপুটি, ফুলমরি, অঙ্কুর, প্যাচামরি, কিরণশালসহ বিভিন্ন এলাকার পানিবন্দি বাসিন্দাদের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের বিশ কর্মীদের বিশ সদস্যের একটি টিম চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি মডেল হাইস্কুলের আশ্রয়কেন্দ্রসহ আশপাশের প্রায় ছয়শতাধিক মানুষের মাঝে খিচুরী বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ।

আমরা এভাবে আরো ভালো ভালো কাজ আমাদের দরবারের নির্দেশে দেশের ক্লান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়ে সকলকে নিয়ে একসাথে কাজ করবো। এসময় তিনি তাদের এই মহদী উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা সহযোগীতার হাত বাড়িয়েছেন সকলকে ধন্যবাদ জানান এবং কর্মীবৃন্দকে ধন্যবাদ জ্ঞপন করেছেন।

আগের সংবাদ দেখুনগণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
পরের সংবাদ দেখুনজাতি কখনোই শহীদদের ভূলবে না