নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নির্মাণ কাজে শরিক হয়েছেন আধুনিক নারায়ণগঞ্জের উন্নয়ণের কান্ডারী নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম নাসিম ওসমানের সন্তান আজমেরী ওসমান। শুক্রবার নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহরের সমাজসেবক ও ব্যবসায়ী আমির হোসেনের আবেদনের প্রেক্ষিতে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মাজহারুল ইসলামের মাধ্যমে মসজিদে সিলিং ফ্যান কেনা বাবদ এ অনুদান প্রদান করা হয়েছে।
আজমেরী ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার এ অনুদান মসজিদ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম কারি মাওলানা জামাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল বাচ্চু, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন মাস্টার ও খাইরুউদ্দিন, সদস্য মনির ভূঁইয়া, আল আমিন (বিপ্লব), মজিবুর, তওহীদ, ইঞ্জিঃ সাইফুল ও জাকারিয়া রাসেলসহ অন্যান্যরা।
পরে বাদ জুমআ আজমেরী ওসমানের পিতা নাসিম ওসমানের রূহের আত্মার মাগফিরাত কামনাসহ আজমেরী ওসমান ও তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে। মসজিদে দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan