
নারায়নগঞ্জ ক্রাইম নিউজ : চাহিদার তুলনায় আলুর উৎপাদন বাড়লেও বছরের শেষের দিকে এসেও দাম কমছে না আলুর। বাজারে প্রচুর দামে বিক্রি হচ্ছে আলু।অথচ অন্য বছরগুলোতে এই সময়ে আলুর দাম অনেক কম থাকত।চাহিদার তুলনায় আলু কম থাকায় আলুর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন।
মূলত এই কারনেই নতুন এবং পুরাতন সব আলুরই দামই বাড়তি।আমদানি বন্ধ করায় কিছুদিন যাবত বাজারে এর দাম বেড়েছে।
ব্যবসাহীরা বলেন,
বেশি দামে আলু কেনায় আমরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি। আলুর দাম উঠানামা করায় আমাদের মত ছোট ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে । তারা আরো বলেন ভেবেছিলাম র্নিবাচনের আগে সব জিনিসের দাম কমবে ।কিন্তু এখন মনে হচ্ছে, সরকারের চাইতেও বাজার সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী, যা সামলাতে সরকার ও ব্যর্থ হচ্ছে।এটা কমাতে পারলে দেশ থেকে একটা বড় সংকট কেটে যেত।