A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

গোপালদী পৌরসভা নির্বাচনে রবিবার (২১ মে) বিকেলে উৎসব মুখর পরিবেশে রিটার্নিং অফিসার এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোপালদী পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এম এ হালিম সিকদার। এ দিন বিকাল পৌনে চারটার দিকে দলীয় সিনিয়র নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটানিং অফিসার বশির আহমেদ এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের পূর্বে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ হালিম সিকদার নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং দলীয় বিভিন্নস্তরের নেতাকর্মীদের সাথে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়ার পর মনোনয়নপত্র দাখিল করতে আসেন।

তফসিল অনুযায়ী গোপালদী পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আপিল করা যাবে ২৬-২৮ মে। আপিল নিস্পত্তি ২৯-৩১ মে। প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্ধ ২ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ।

আগের সংবাদ দেখুনবিশৃঙ্খলা ঠেকাতেই ব্যস্ত ছিলেন বিএনপি নেতারা
পরের সংবাদ দেখুনসাইলো শাখায় লাখ টাকা চাঁদা আদায়