A Top Ads

বিয়ে করার আগে অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট পাঁচ বছর প্রেম করেন।  গত বছরের ১৪ এপ্রিল তারা বিয়ে করেন।  রাহা কাপুর নামে একটি সুন্দর মেয়ে রয়েছে তাদের।যেহেতু তারা প্রেম করেছেন তাই তারা একে অপরকে খুব ভালো চিনেন।  আলিয়া বাথরুম থেকে আসার পর যেকোনো স্থানে তোয়ালে রেখে দেন যা রণবীরকে সহ্য করতে হয়।বলিউড বাবলের সঙ্গে বিশেষ সাক্ষাত্কারের রণবীর এসব কথা বলেন।  তিনি বলেন, আলিয়ার স্পষ্টভাবে কথা বলে; যা অন্যরাও জানেন।  আমি তার এই গুণটি খুব প্রশংসা করি।আলিয়ার কোন বিষয়টি রণবীর সহ্য করেন এমন প্রশ্ন করা হলে রণবীর কাপুর বলেন, ‘ আলিয়া বাথরুম থেকে আসার পর তোয়ালে ঠিক স্থানে রাখে না।  মেকআপ রিমুভারের ক্ষেত্রেও তাই হয়।  আমি কখন কখন সহ্য করি আবার করি না।দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসকে পছন্দ করেন রণবীর।  এদিকে আমির খানের সঙ্গে একটি সিনেমা করতে চান তিনি।তিনি আরও জানান, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, সালমান খান এবং শাহরুখ খানের মধ্যে যে সম্পর্ক তা তার পছন্দ।

আগের সংবাদ দেখুনরমজানে সব পণ্যের দাম কমাবে আরব আমিরাত
পরের সংবাদ দেখুনকার্তিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা