
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে এক ব্যবসায়ীর বাড়িঘর ও গরুর খামারে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে এলাকার চিহিৃত সন্ত্রাসীরা। আসবাবপত্র ও চৌদ্দটি গরুসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটকরে নিয়ে যায় তারা। মঙ্গলবার দুপুরে উপজেলার নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হাজী আলাউদ্দিনের নয়াগাও বাড়িতে জহিরুল ইসলাম, আলামিন মিয়া, সুজন মিয়া, আলেক মিয়া, রাজু মিয়া, শাহিন মিয়া, প্রেম হোসেন, লিটন মিয়া, মানিক মিয়া, রতন মিয়া ও সাহাবুদ্দিন মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্ধশতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে চারটি এল ই ডি টিভি, আসবাবপত্র ও চৌদ্দটি গরুসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় হাজী আলাউদ্দিন মিয়ার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাড়িতে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।
হাজী আলাউদ্দিনের বড় ছেলে ইয়ানবী হোসেন নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, উল্লেখিত সন্ত্রাসীদের সাথে আমার বাবার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত দুই মাস পূর্বে সন্ত্রাসীরা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে দুটি পা পঙ্গু করে দেয়। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই সকল সন্ত্রাসীরা ফের আমাদের বাড়িঘর ও গরুর খামারে হামলা ভাংচুর লুটপাট চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও একই এলাকায় আমার খালার বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট চালিয়ে কয়েকলাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি আমরা।
ব্যবসায়ী আলাউদ্দিনের মেয়ে রাবেয়া আক্তার নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সন্ত্রাসীরা আমাদের বাড়িতে ও গরুর খামারে হামলা, ভাংচুর ও লুটপাট করার সময় বাধা দিলে আমাকে মারধর করে আহত করে। তাদের কোনভাবেই থামাতে পারিনি আমরা।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা আমি মোবাইল ফোনের মাধ্যমে জেনেছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য স্থানীয় থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইরী ফার্ম নামে হাজী আলাউদ্দিন মিয়া একটি গরুর খামার করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন। সারাদেশে কোটা আন্দোলনের নামে কয়েকজন দূবৃত্ত