
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ সরকারি চাকুরীতে উপরী, ঘুষ,কমিশন বানিজ্য থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে কোটি কোটি টাকার সম্পদ অর্জন খুব একটা দেখা যায় না। এমন অভাবনীয় গুরুত্বপূর্ণ কাজটি করেছেন, বেসরকারি প্রতিষ্ঠান আলফা এগ্রো কোম্পানির জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোজাম্মেল হোসেন।
দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব বিভাগ পরিচালনার পাশাপাশি অঘোষিত এমডি তিনি।মালামাল ক্রয় বিক্রয়, সাপ্লাইয়ার সহ মার্কেটিং এর যাবতীয় দেখভাল করে থাকেন জেনারেল ম্যানেজার মোজাম্মেল। মুলত ২০১৮ সালের পর তিনি বেপরোয়া গতীতে অবৈধ ভাবে কোম্পানির টাকা নানা ভাবে আত্মসাৎ করে আসছেন।
গড়েছেন ধানমন্ডিতে বাড়ি, উত্তরাতে ২০৫০ স্কয়ার ফিটের সুবিশাল ফ্ল্যাট, গাজীপুরের হোতাপড়ায় রিসোর্ট সহ সোনারগাঁও এর হোসেনপুরে রয়েছে তার ৮০ একরের বিশাল কৃষি খামার। এখানেই শেষ নয় কোটি কোটি টাকা লোপাটকারী মোজাম্মেল, নারায়ণগঞ্জ এর সোনারগাঁও এলাকায় দানবীর নামে পরিচিত। অনুসন্ধানে জানাযায়, এলাকার স্কুল মাদ্রাসায় তিনি নিয়মিত সহায়তা করে থাকেন।
হোসেনপুর সরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় আলফা এগ্রো কোম্পানির জিএম আলহাজ্ব মোজাম্মেল হোসেনকে। অথচ স্হানীয় এমপি চেয়ারম্যানকে প্রধান অতিথি করা হয়নী। স্কুলের একজন গভর্নিং বডির সদস্য জানান মোজাম্মেল সাহেব নিজের পরিচিতি বাড়াতে নিজ এলাকায় ব্যাপকভাবে সহায়তা করে থাকেন। এজন্য সোনারগাঁও তিনি দানবীর মোজাম্মেল নামে পরিচিত।
আহলে হাদিস ইসলামী আন্দোলন এর সদস্যও এই মোজাম্মেল হোসেন। কার্টুন,পলি,প্রিন্টিং সাপ্লায়ার আশিকুর রহমান বলেন কমিশন আর ঘুষ না দিলে বিল পাশ করেন না মুখোশধারী চতুন চালাক মোজাম্মেল।
আলফা এগ্রো কোম্পানির হেড অফিসের এক কর্মকর্তা বলেন মোজাম্মেল স্যার এখন আঙুল ফুলে কলাগাছ। আহমেদ ইউসুফ খান সাহেব নামে মাত্র চেয়ারম্যান। তার পরিবারের কোন সদস্য কেমন তদারকি করেন না। কোম্পানির সকল কাজ আলহাজ্ব মোজাম্মেল হোসেন পরিচালনা করে থাকেন। এ কর্মকর্তা আরো বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে আগা ইউসুফ খান সাহেব এর হাতে গড়া বিশাল কোম্পানি এসকল অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারনে আজ ধ্বংসের পথে।