A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁয়ের চাঞ্চল্যকর ‘আমির হোসেন’ হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ৮ মে রাতে অভিযান পরিচালনা করে আড়াইহাজারের শান্তির বাজার ও বন্দরের মদনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ মে) র‌্যাব-১১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- সোনারগায়ের গোয়ালপাড়া এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মো. জহিরুল জহির (৩৪) এবং বাড়ইপাড়া এলাকার মৃত হক সাহেবের ছেলে ইউনুস (৩০)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম (নিহত) আমির হোসেন একজন মুদি ব্যবসায়ী। আসামীদের সাথে ভিকটিমের টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামীরা তাদের অন্যান্য সহযোগীসহ গত ৫ মে রাত সাড়ে ১০ টার সময় ভিকটিমের নিজ বাড়ি হতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে গত ৬ মে ভিকটিম আমির হোসেনের মৃত দেহ মাধবদী সাকিনস্থ জনৈক জাকির হোসেনের ধান ক্ষেতে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীরা পলাতক অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে নৃশংসভাবে হত্যা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী জাকিয়া আক্তার ৭ মে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা (নং-৮) দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আড়াইহাজার থানায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জে চুরি, নরসিংদি’তে উদ্ধার
পরের সংবাদ দেখুনবীর মুক্তিযোদ্ধার জমি দখল চেষ্টার অভিযোগ