A Top Ads

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপির মধ্যে দু’টি গ্রুপ তৈরি হয়েছে। একটি আম্মা গ্রুপ, আরেকটি ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন চায়, ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না। তারা কেন নির্বাচন চায় না, তার কারণ হলো তারা দেশের শান্তি চায় না, চায় অশান্তি।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগে সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও জঙ্গি সন্ত্রাসের প্রতিবাদে শান্তির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, লন্ডন থেকে আপনাদের কাছে যে নির্দেশ আসছে সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে দাড়াবে। তারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন বন্ধ করতে চাইছে। তারা লাশ চায়। প্রয়োজনে তারা দলের সিনিয়র নেতাদের হত্যা করবে। তারা যেকোন উপায়ে নির্বাচন বন্ধ করবে।

তিনি আরো বলেন, বিএনপি জামাত রাজনীতি করে তা শুধু সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা। বিগত সময় গুলোতে চোখ রাখলে বুঝতে পারবেন, তারা পেট্রোল ও গান পাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে এবং মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাতো আওয়ামী লীগের লোক নয়। তাহলে কেন তাদেরকে নির্মম হত্যা করলো। যারা সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে তাদেরকে কি আপনারা (জনগন) ভোট দিবেন। এখন আপনারা চিন্তা করেন, যারা দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারে তাদের ভোট দিবেন নাকি যারা দেশের উন্নয়ন করেন তাদের ভোট দিবেন।

শামীম ওসমান আরো বলেন, দূর্নীতির মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। তারেকের বিরুদ্ধে বাংলাদেশের কোন মানুষ স্বাক্ষী দেয় নাই দিয়েছে বিদেশের লোকজন। আর সেই তারেক দেশের মানুষের কথা চিন্তা না করে লন্ডনে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ারও নীল নকশা তৈরি করছে।

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ সাত্তার এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, সহসভাপতি আশরাফুল আলম, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, সাংগঠনিক সম্পাদক মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, বন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, প্রচার সম্পাদক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু প্রমুখ।

আগের সংবাদ দেখুনবিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
পরের সংবাদ দেখুনকারখানার বিষাক্ত বর্জ্যে মাছ নিধন