A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :

দুই দুই বারের সফল সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার নির্বাচনী পদযাত্রায় তিনি বলেন,

আমি আবারও জমি বিক্রি করে নির্বাচনে অংশগ্রহণ করেছি, সোনারগাঁয়ের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছি,সারা জীবন আপনাদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি আপনাদের নিকট ভোট চাইতে আসিনি আপনাদের দোয়ার জন্য এসেছি।

অপরদিকে সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এমপি খোকার স্ত্রী  লিয়াকত স্বামীর পক্ষে সকাল থেকে সন্ধা পর্যন্ত বৈদ্যোর বাজার ইউনিয়নের ভাটিবন্দর, বিরাশেরগাঁওসহ বিভিন্ন ওয়ার্ডে লাঙ্গল প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়িয়েছেন।

শুক্রবার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী,মসলন্দপুর, মান্দাপাড়াসহ কয়েকটি গ্রামে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ের জনগণের সমর্থন নিয়ে আমি নির্বাচনে এসেছি,জনগণ আমার মূলশক্তি। কোন জাল ভোট হবে না। নির্বাচন কমিশন বলেছেন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে। সুষ্ঠ ভোট হলে ৯০ ভাগ ভোট পাবো ইনশাআল্লাহ

আগের সংবাদ দেখুনসোনারগাঁয়ে লাঙ্গলের গণজোয়ার
পরের সংবাদ দেখুনলাঙ্গলের গণজোয়ার শম্ভুপুরায়