A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :

দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসলে উদ্দেশ্যপূর্ণ ভাবেই অভিযোগ করা হয়েছে। তবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কেন অভিযোগ করা হলো, অভিযোগে কি কি প্রসঙ্গ আছে, তা জেনে আমার পক্ষ থেকে আইনজীবী অবশ্যই তার জবাব দিবেন।ভাবমূর্তি নষ্ট করতেই আমার প্রার্থীতা বাতিল চেয়ে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করছেন বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওই আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। তার এই অভিযোগ প্রসঙ্গে জাপা মহাসচিব এসব কথা বলেন।

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিলমুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২ দিন আগে আওয়ামী লীগের সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছি। দেখা যাক কি হয়। রাজনীতিতে আর নির্বাচনে চূড়ান্ত বলে কোন কথা নেই।তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে আমাদের দেশেই শুধু নয়। ভারতে যান দেখবেন। বিজেপি ভারতের এতো বড় দল, তারাও সব আসনে প্রার্থী দেয় না। কিছু আসন খালি রাখে। জোট করলে তাদেরকে আসন ছেড়ে দেয়। সমঝোতা প্রকাশ্যেই হউক বা নিরবে- নিভৃতে হউক, আসন শূন্য রাখে দেয়। এটা পাকিস্তানেও। তাই এটা শুধু বাংলাদেশেই হয়, তা নয়।

আগের সংবাদ দেখুনঢাকা-০৫ আসনের আ লীগ সমর্থিত প্রার্থী হারুনর রশীদ মুন্নার সমর্থনে ডেমরায় কর্মী সভা
পরের সংবাদ দেখুনযুক্তরাষ্টের ভিষা  নিতীর নিষেধাজ্ঞায় নাম নেই বাংলাদেশের