নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস হচ্ছে একটি বিশ^ব্যাপী প্রচারণা, যা জনগণের কল্যান ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে শব্দ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমেরিকান ‘সেন্টার ফর হিয়ারিং এন্ড কমউনিকেশন’ বা লীগ ফর দ্যা হার্ড অব হেয়ারিং ১৯৯৬ সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালন করে আসছে।
বাংলাদেশে ২০০৩ সাল থেকে বেসরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ^ ব্যাংকের একাধিক গবেষণায় সারা বিশে^র মানুষের ৩০টি কঠিন রোগের অন্যতম কারণ হিসেবে শব্দদূষণকে চিহ্নিত করা হয়েছে। শব্দদূষণের কারণে আগামী প্রজন্ম মানসিক ও শারীরিকভাবে বেশি ক্ষতিগস্ত হচ্ছে। এই উপলব্ধি থেকে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বর্তমানে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯:৪৫ মিনিটে র্যালিটি উদ্বোধন করেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। উদ্বোধনের পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জনাব মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, জনাব হামিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সহ বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিবৃন্দ, গাড়িচালক, স্কুলের শিক্ষার্থী ও সুধীসমাজ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: এ এফ এম মুশিউর রহমান, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ এবং জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার।
এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: সৈকত দাস রনি, সহকারী অধ্যাপক, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মুহম্মদ হাফিজুর রহমান, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হামিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। তাছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan