
সাহিদা আক্তার, আড়াইহাজার থেকে: নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক তৈয়ব বদলি হয়েছেন।তিনি দীর্ঘ সাত মাস আড়াই হাজার থানায় কর্তব্যরত ও সি ছিলেন ও আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে আন্তরিক ভাবে সচেষ্ট ছিলেন, তিনি সাংবাদিকদের কে যথেষ্ট মূল্যায়ন করতেন , আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে সাংবাদিকদের কাজের প্রতি আন্তরিক ও শ্রদ্বাশীল মনোভাব পোষন করতেন।
সাংবাদিকগন কোন নিউজ দিলে, তিনি মূল্যায়ন করতেন।এ সময় বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন আড়াই হাজার থানা পুলিশ সকল। আড়াই হাজার থানায় ও সি তৈয়ব এ-র বদলী হওয়াতে নতুন ও সি সোনারগাঁও থানা থেকে বদলী হয়ে বর্তমান আড়াই হাজার থানা অফিসার ইনচার্জ – মোঃ আমির হোসেন। ০৯- ১০- ২০২৩ তারিখ এ আড়াই হাজার থানা সাবেক ও সি তৈয়ব সকল দায়িত্ব হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সার্কেল এ এস পি – আমির হোসেন। হাসি মুখে বিদায় নিয়েছেন সাবেক ও সি ইমদাদুল হক তৈয়ব। আড়াই হাজার থানা পুলিশ সকল ফুলেল সংবর্ধনায় বিদায় জানিয়েছেন সাবেক ও সি কে। অন্য দিকে নতুন অফিসার ইনচার্জ আড়াই হাজার থানা মোঃ আহসান উল্লাহ কে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন আড়াই হাজার থানা পুলিশ সকল ও সাংবাদিক বৃন্দ।এ সময় সহকারী পুলিশ সুপার আবির হোসেন আড়াই হাজার থানা নতুন অফিসার ইনচার্জ আহসান উল্লাহ সহ সবাই কে আড়াই হাজার থানার আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখার জন্য সক্রিয় অংশ গ্রহণে সচেষ্ট থেকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।