নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ আড়াইহাজারে খালে তল্লাশি চালিয়ে ১০৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) বেলা পোনে ১২টার দিকে আড়াইহাজার থানার দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকা হতে ওই গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো আড়াইহাজার থানায় ছিল যা ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় লুট হয়।
সিনিয়র সহকারি পুলিশ সুপার(সি সার্কেল) মো. মেহেদী ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি দৈনিক প্রথম দিগন্ত কে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আড়াইহাজার থানা থেকে লুট হওয়া গোলাবারুদ্রে একটি অংশ দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকার খালে রয়েছে। পরে আমরা ৫ অক্টোবর বেলা ১১টা বেজে ৪৫ মিনিটে স্থানীয় ডুবুরিদের মাধ্যমে উদ্ধার অভিযান চালাই। এর মাধ্যমে আমরা ৭.৬২ চায়না রাইফেলের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan