
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে রাতের অন্ধকারে পালিয়ে গেছে হান্ডিবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। বাড়ির মালিককে না জানিয়ে কোন প্রকার নোটিশ না দিয়ে কয়েক মাসের বয়েক ভাড়া ও রেখে রাতের আধারে পালিয়েগেছে এই প্রতারক চক্র। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক প্রবাসী ইলিয়াস হোসেন। শুক্রবার বিকেলে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, হীরাঝিল আবাসিক এলাকায় ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া হান্ডিবাড়ি রেস্টুরেন্টের মালিক যথাক্রমে মতলব উত্তর চাঁন কাবিলের কান্দি গ্রামের আবু বক্করের ছেলে নূর আলম, দূর্গাপুর সাত বাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল লতিফ প্রধানের ছেলে মোস্তফা কামাল ও হারুনুর রশিদ(বর্তমানে ভুম পল্লী আটি এলাকায় বসবাস করেন তারা) উত্তম পাঁচানী আইঠাদি এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে মুরাদ মিয়া লন্ডন প্রবাসী ইলিয়াস মিয়ার সাত তলার বাড়ির ২০২৪ সালের এপ্রিল মাসে ভাড়া নেন দশ বছরের চুক্তিতে। কিছুদিন পর থেকেই তারা তালবাহানা শুরু করে । মাসিক ভাড়া দিতে ব্যর্থ হয়। বাড়িওয়ালা তাদের কাছে ভাড়া চাইলে তারা বাড়িওয়ালাকে নানাভাবে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেন। অতপর একদিন রাতের অন্ধকারে বাড়ির মালিককে না জানিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক ইলিয়াস মিয়া জানান, আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমার সাথে প্রতারণাতো করেছেই। সরল বিশ^াসে তাদের ভাড়া দিয়েছিলাম। আমার ভাড়ার টাকার না দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে তারা। এর আগে আমি তাদের কাছ থেকে বাড়ি ভাড়ার টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। এই প্রতারকদের আমি শাস্তি চাই। উচিৎ বিচার দাবি করি সরকারের কাছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, হান্ডিবাড়ি রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের বাড়ির মালিকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই প্রতারকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।