A Top Ads

বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙিয়ে ড্রেজার ব্যবসায়ী লাভলু প্রধানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে চাঁদাবাজ রয়েলের বিরুদ্ধে।

ওই ব্যবসায়ী দাবির চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা রয়েলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারের পাইপ ভাঙচুর করে, এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান। এবিষয় কারো কাছে বিচার চাইতে গেলে ব্যবসা বন্ধ সহ প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।

গত (১৭ জানুয়ারি) বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সেলসারদি এলাকায় পল্লী বিদ্যুৎ এর সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু প্রধান বৃহস্পতিবার ১৯ জানুয়ারি রাতে অভিযুক্ত চারজনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন কল্যান্দী ১নং নয়ানগর এলাকার ফিরোজ মিয়ার ছেলে রয়েল, একই এলাকার মাহবুব, জালাল মিয়ার ছেলে হিমেল, পিয়ার জাহান মিয়ার ছেলে সোহেল।

অভিযুক্ত রয়েলের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী, চুরি, ছিনতাই সহ এলাকায় নানা অভিযোগ রয়েছে।

এর আগে ১৮ জানুয়ারি সকালে চাঁদাবাজ রয়েলের বাড়ির পাশে ডোবা থেকে এপাচি ঢাকা মেট্রো ল-  ৩২-৫৯১৩ নামক আরর্টিয়ার হোণ্ডা উদ্ধার করে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএস আই শাহিন মিয়া।

এলাকাবাসীর ধারণা ১৭ জানুয়ারি রাতে ড্রেজার পাইপ ভাঙচুর করে যাওয়ার সময় চাঁদাবাজ রয়েল হোণ্ডাটি দিয়ে নাকট সাঁজাতে চেয়েছে কিন্তু অবশেষে তিনি নিজেই ফেঁসে গিয়েছেন।

আগের সংবাদ দেখুনমহাসড়কের পাশে মরদেহ উদ্ধার
পরের সংবাদ দেখুনচিহৃত মাদক ব্যবসায়ীদের ব্যবসা জমজমাট