নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
মেয়র নির্বাচনের আচরণ-বিধি লঙ্ঘন করায় আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম শিকদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আচরণ-বিধি না মেনে প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এসময় নির্বাচনের আচরণ-বিধি মোতাবেক চলার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গত রোববার (৭ মে) বিকেলে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ও গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী এন এ হালিমের পক্ষে প্রচারণায় নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু মিছিলে নেতৃত্ব দেন। বাবু নিজে নৌকা মার্কার পক্ষে স্লোগান দেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
আড়াইহাজার বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গোপালদী পর্যন্ত চলে বাবুর এই প্রচার প্রচারণা। এ ছাড়াও নিয়মিত মিছিল, সভা-সমাবেশ, উঠান বৈঠক করছেন হালিম শিকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan