
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জামায়াত বিএনপির অগুন সন্ত্রাসীরা সাধারণ নিরীহ জনগণের উপর হামলা চালিয়ে তাদেরকে নি:স্বভাবে হত্যা করছে,এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
আমাদের উপর হামলা করলে আমরা মেনে নিবো, কিন্তু সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, এসকল আগুন সন্ত্রাসীদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে।
আমি রাজনৈতিক কথা কম বলি এখন। একটু অন্য লাইনে চলে গেছি। আল্লাহ রাসূলের পথ ভাল লাগে। নিজে যদি ভাল কাজ করতে চাও তাহলে মা-বাবার সেবা করো। রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি ভোট চাইতে আসিনি। ধরেন এটা একটা বাগান। এখানে ফল গাছ লাগালে ফল পাবেন ফুল গাছ লাগালে ফুল পাবেন। সেটা লাগালে আপনার পরিচর্যা করতে হবে। আমরা নির্বাচিত হয়েছি পাঁচ বছর আগে। আমরা যত কাজ করেছি নারায়ণগঞ্জের ইতিহাসে এত কাজ হয়নি।
এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে আইটি ইন্সটিটিউট হবে, বহু কাজ হয়েছে। ১৯৯৬ সালে আমি এমপি হওয়ার পর দেশের মধ্যে সর্বোচ্চ ২৬শত কোটি টাকার কাজ করেছিলাম। এবার আমরা এখনও যোগ করতে পারিনি মোট কত টাকা খরচ হচ্ছে।
আমি আবার নির্বাচন করবো এমন ইচ্ছা নেই উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আমি এই নির্বাচন পর্যন্ত বাঁচবো কীনা সেটাও জানি না। পৃথিবীতে একটাই সত্য, আমি মারা যাবো। আমার বাবা দাদা এমপি ছিলেন। আমরা রাজনীতিতে খেতে আসিনি। আমার বাবা এমপি হয়ে বাড়ি বন্ধক রেখেছিল। সে বাড়ি শ্রমিকরা চাঁদা দিয়ে ছাড়িয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে আমি আপনাদের সাহায্য চাই। এত কাজ আমরা করবো এগুলো ভোগ করবে কে। আপনি কার জন্য কষ্ট করছেন, আপনার সন্তানদের জন্য। কিন্তু এই মাদক, সন্ত্রাস, ইভটিজিং আমাদের সমস্যা। আমি একটা সমাজ করতে চাই যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না। আমরা একটা সংগঠন করব প্রত্যাশা নামের।
সেখানে সমাজের সকল ভাল মানুষগুলো থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, তিন নাম্বার ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সাজুসহ আরো অনেকে।