
উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় দলটি। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপ এর সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ডা: আবু জাফর চৌধুরী বিরু।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তার ছয় দফার আন্দোলন ও ’৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ’৭০ এর নির্বাচনে তিনি বাঙ্গালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।
ডা: বিরু বলেন, জাতীর জনকের কন্যার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের সোনার বাংলা। বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ নামের ভুখন্ড।