নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট ও আকিজ ফিডের দূষণের বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ৩টায় বন্দর পৌরসভা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে আকিজ সিমেন্ট কারখানার সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আকিজ সিমেন্ট ও আকিজ ফিডের দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। এক সময় আমাদের এলাকায় ফজরের সময় বাতাসে মিষ্টি সুগন্ধ ছড়াত, এখন সেখানে দুর্গন্ধে থাকা দায় হয়ে উঠেছে। আমাদের মা, খালা, চাচিরা কান্নাজড়িত কণ্ঠে বলেন—ভাত পর্যন্ত মুখে তুলতে পারি না।”
তারা আরও বলেন, “আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য। আকিজ গ্রুপ আমাদের শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার হরণ করছে। আমাদের সন্তানেরা যেন একটি সুন্দর পরিবেশে বড় হতে পারে, সেটাই আমাদের দাবি। অথচ তারা একের পর এক কারখানা গড়ে তুললেও এই এলাকার একজন মানুষকেও চাকরি দেয় না।”
আকিজ গ্রুপকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, “আজকের কর্মসূচির মাধ্যমে আমরা আকিজ কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই—আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা দুর্গন্ধ বন্ধে কী ব্যবস্থা নিচ্ছে, তা পরিষ্কারভাবে জানাতে হবে। অন্যথায় এলাকাবাসী আবারও কর্মসূচি পালন করবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক। প্রতিষ্ঠান পরিচালনা করুন, তবে পরিবেশ রক্ষা করেই করুন।”
মানববন্ধনের সভাপতিত্ব করেন পিংকি আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: এলাকাবাসী মো. আলী, ইস্পাহানি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাগর খান, মো. আরমান, মুশফিকুর রাব্বি, সাঈদ আরমান, তামান্না আক্তার, মো. স্বাধীন, মো. সোহান, মো. বোরহান উদ্দিন প্রমুখ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan