
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী। দেশে যে পরিমান উন্নয়ণ হয়েছে এ বিবেচনা করেই আগামীতে আওয়ামীলীগকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে।
শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোগরাপাড়া চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডাক ঢোল ও বাসীর তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রা টি দলীয় কার্যালয় থেকে শুরু করে পিরোজপুর ইউনিয়ন কর্যালয় হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।