A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন মেহেদী পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেড নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে।

গণ আন্দোলনে আওয়ামীলীগ ও তার দোসরেরা গা ঢাকা দিলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। বার্মাস্ট্যান্ড সংগল্ন রেললাইন এলাকায় রেলওয়ের জমি জোড়পূর্বক দখল করে টিনের বাউন্ডারী দিয়ে চোরাই তেলের মেশিন বসিয়ে বিমানের তেলবাহী পরিবহন থেকে প্রতিদিন এক লাখ আশি হাজার টাকা মূল্যের নয় হাজার লিটার তেল চুরি করছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসীরা জানান, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আনোয়ার হোসেন মেহেদী স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেড এককভাবে নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন।

সরকার পতনের এক দফা আন্দোলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি সাথে একত্রিত হয়ে আনোয়ার হোসেন মেহেদি ছাত্রদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, বার্মাস্ট্যান্ড এলাকায় রেলওয়ের জায়গা অবৈধভাবে জোড় পূর্বক দখল করে বাউন্ডারী নির্মাণ করে বিমানের তেলবাহী লড়ি থেকে প্রতিদিন প্রায় দুইলাখ টাকা তেল চুরি করেন তিনি। এতে সরকার হারাচ্ছেন রাজস্ব।

আর অবৈধ টাকার মালিক হচ্ছেন মেহেদী। গত কয়েক বছরে গোদনাইল ও নয়াপাড়া এলাকায় প্রায় দুই বিঘা জমির উপর গরুর খামার, খালপাড় বাগানবাড়ি এলাকায় দুই বিঘা জমিসহ একাধিক বাড়ি ও গাড়ির মালিক হয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে পাঁচ শাতাধিক কোটি টাকার মালিক হয়েছেন এই মেহেদী। দুর্নীতি দমন কমিশন তার সম্পদের হিসেব দেখলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।

তমাল মির্জা নামে এক ব্যক্তি জানান, রাতের বেলায় শীতলক্ষা নদীর দ্ইু নাম্বার ঘাট দিয়ে চোরাইভাবে নদী পথে তেল আনেন আনোয়ার হোসেন মেহেদী ও তার দলবল। রাতেই জাহাজ থেকে তেল ডিপোর বাইরে নামানো হয়। বার্মাস্ট্যান্ড এলাকায় পদ্মা ডিপোর সব ধরনের তেলের কারবার করে স্থানীয় আওয়ামীলীগ নামধারী নেতা আনোয়ার হোসেন মেহেদী।

এ বিষয়ে জানতে আনোয়ার হোসেন মেহেদী মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি রেখে দেন। পরে কয়েকবার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, পদ্মা ডিপো এলাকায় কেউ তেল চুরির সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃকর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ইতিপূর্বে তেল চুরির অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। আনোয়ার হোসেন মেহেদী নামে কোন ব্যক্তি তেল চুরির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আগের সংবাদ দেখুনসন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারের উৎখাত না করে ঘরে ফিরবো নাঃ পারভীন আক্তার
পরের সংবাদ দেখুনইতালি প্রবাসীর গাড়িতে ডাকাতি, গ্রিনকার্ডসহ মালামাল লুট