বন্দর সংবাদদাতা
জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদের সন্ত্রাসী ছেলে শুভ ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সরকার (৫৫) গুরুত্বর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আহত হাবিবুর রহমান সরকার বাদী হয়ে মাকুসুদ চেয়ারম্যানের সন্ত্রাসী পুত্র শুভ ও মাকসুদ চেয়ারম্যানের দেহরক্ষী ইকবালসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিছ কামতাল এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান সরকারের সাথে চিড়ইাড়া এলাকার বাসিন্দা মাকসুদ চেয়ারম্যানের সন্ত্রাসী ছেলে শুভ ও কুড়িপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে ইকবাল গং’দের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
এর জের ধরে গত সোমবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় মুছাপুর এলাকায় ভূমিদস্যু ও বহু অপকর্মের হোতা সন্ত্রাসী শুভ ও চেয়ারম্যান মাকসুদের দেহরক্ষি ইকবাল বালিগাও এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির ও কামতাল এলাকার মুছা’সহ অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সরকারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারিরা আওয়ামীলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে জখম করে শ^াস রোধ করে হত্যার চেষ্টা চালায়।
আহত হাবিবুর রহমান সরকার জানান, মুছাপুর ইউনিয়নের মাকসুদ চেয়ারম্যানের সন্ত্রাসী পুত্র শুভ ও পাষান্ড চেয়ারম্যানের দেহরক্ষী ইকবালের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে গোটা মুছাপুর ইউনিয়নের শান্তি প্রিয় সাধারন জনগন। একদিকে শুভর অত্যাচার অন্যদিকে তার সন্ত্রাসী বাহিনী নানা ভাবে হুমকি-ধমকির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তাদের ভয়ে আমি আমার বসত বাড়িতে থাকতে পারছি না। অনেক কষ্ট করে আজ আমি থানায় এসে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan