A Top Ads

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমড়াইল টেকপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ওসমান গণি আইসক্রিম বিক্রেতা থেকে কোটি টাকার মালিক বনে গেছেন। এক সময় যিনি রাস্তায় ঘুরে ঘুরে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন তিনি এখন সময়ের ব্যবধানে হয়ে গেছেন কোটিপতি। সমাজের বৃত্তবানদের একজন। যার নুন আনতে পান্তা ফুরাতো সেই ওসমানই আলাদিনের চেরাগ পেয়ে এখন প্রায় বিশ কোটি টাকার মালিক বনে গেছেন। হঠাৎই ওসমানের কোটিপতি হওয়ায় খবরে ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন দূর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করলে বেড়িয়ে আসবে ওসমানের হঠাৎ কোটিপতি হওয়ার গোপন রহস্য।
অনুসন্ধানে জানাগেছে, শিমড়াইল টেকপাড়া এলাকায় দশ শতাংশ জমির উপর একটি চারতলা বাড়ি রয়েছে ওসমান গণির। যার বর্তমান মূল্য প্রায় চার কোটি টাকা। একই এলাকায় পনের শতাংশ জমির উপর পাঁচতলা বাড়ি রয়েছে তার। যার বর্তমান মূল্য আট কোটি টাকা। এছাড়াও ওসমান গনি শিমড়াইল মোর এলাকায় ডেমরা পুরাতন সড়কে হাজী ফজলুর রহমান এন্ড ব্রাদ্রার্স ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্প পরিচালনা করছেন। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর মাদ্রাসার উল্টোপাশে হাজী আমিজ উদ্দিন পেট্টোল পাম্পটিও সে পরিচালনা করেন। অভিযোগ রয়েছে দুটি তেলের পাম্পেই চোরাই তেল কিনে ব্যবসা পরিচালনা করছেন ওসমান গনি। এছাড়াও পেট্টোল পাম্প চালানোর সরকারি সময়সূচী না মেনে ওসমানগনি তেলের পাম্প চালান বলেও চাওড় উঠেছে ওই এলাকায়।
স্থানীয়রা জানান, নব্বই এর দশকে ওসমান গনি হাটে, মাঠে ঘুরে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। ওসমানের মা বাড়ি বাড়ি বুয়ার কাজ করে তাদের সংসার চালাতেন। সহায় সম্বলহীন ওসমানগনি এখন প্রায় বিশ কোটি টাকার মালিক বনে গেছেন। ওসমান গনির মা বুয়ার কাজ করার বিষয়ে অকপটে স্বীকার করেছেন তার স্ত্রী।
তমিজ উদ্দিন নামে শিমড়াইল টেকপাড়া এলাকার এক বাসিন্দা জানান, এক সময়ের আইসক্রিম বিক্রেতা ওসমান গনি মাত্র কয়েক বছরের ব্যবধানে কিভাবে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন তা আমাদের ভাবিয়ে তুলছে। এত অল্প সময়ে কিভাবে বিশ কোটি টাকার মালিক হয়ে গেছেন তা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তার সম্পদের হিসেব দেখলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিমড়াইল এলাকার এক বাসিন্দা জানান, প্রতিদিন ওসমান গনি তার পেট্টোল পাম্পে চোরাই তেল কিনে বিক্রি করছেন। যার কারণে অতিঅল্প সময়ে সে কোটিপতি বনে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করলে বেরিয়ে আসবে কোটিপতি হওয়ার গোপন রহস্য।
এ বিষয়ে জানতে চাইলে ওসমানগনি নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আমি পরিশ্রম করে সততার সাথে সম্পদ অর্জন করেছি। অবৈধভাবে কোন সম্পদ অর্জন করিনি। চোরাই তেল ব্যবসার সাথে জড়িত আছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চোরাই তেলের ব্যবসার সাথে জড়িত নই।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১ এর অধিনায়ক লে:কর্ণেল তানভীর মাহমুদ পাশা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ জানান, দূর্নীতির সাথে যে ব্যক্তি জড়িত থাকুক না কেন তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, বর্তমান সরকার দূর্নীতিবাজদের কোনভাবেই ছাড় দেন না। আমরা দূর্নীতিবাজদের তালিকা করে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দিয়েছি।

আগের সংবাদ দেখুনভাষা সৈনিক শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন অয়ন ওসমান
পরের সংবাদ দেখুনদুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন