নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ যুবলীগ নেতা তাজউদ্দীন ভূইয়া বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন মানুষের জমি দখল ও মামলা দিয়ে হয়রানি করেছে। যুবলীগ নেতা বিভিন্ন মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজির তার আরেক নাম ছিল তাজউদ্দীন ভূইয়া। তার নামে সোনারগাঁও থানা বিভিন্ন মামলা চলমান। বিভিন্ন মানুষের জমি পাইয়ে দিবে বলে জমির পাওয়া নেয়। তার পরে হাত বদল করে তার নিজের বউকে মালিক বানায়।
পরে সেই জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। যাদের জমি তারা টাকা কথা বলতে গেলে ভুক্তভোগীকে মারদর করে ও বিভিন্ন মামলা জরিয়ে দিবে হুমকি দেয়। এমন কিছু ভুক্তভোগী হলেন, সোহেল(৩৫), জমিরা(৫৫), ফজিলা(৫২),সেলিনা (৩৮) সাহার বানু (৫৫) রুমি (৩২)রাহিমা (৩৩)। এই ভুক্তভোগীরা প্রসাশনের আবেদন তারা যেন তাদের জমি ফিরে পায়। ভুক্তভোগী অভিযোগ তার পিতার জমি মালিক হয়েও তার হুমকি মুখে পরে না অরিশ করে দিযেছে। আর যুবলীগ নেতা এখন পলাতক আছে তাকে যেন। ডাকাতির উপস্থিতি টের পেয়ে পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার দিবাগত গভীর রাতে গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় ১ পিস্তল, ১ ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, মাদকদ্রব্য ও ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ ও লাঠি উদ্ধার করা হয় বলে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে জালাকান্দি কবরস্থানের এলাকায় সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য দিয়ে কয়েকজনকে পালিয়ে যেতে দেখে সেনাবাহিনীর টিমের সন্দেহ সৃষ্টি হয়। পরে ওই বাড়িতে অনুসন্ধান চালিয়ে তাদের ধাওয়া করলে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, মাদকদ্রব্য এবং ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ ও লাঠি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন, আমরা সেনাবাহিনীর অভিযানের কথা শুনেছি। তারা অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত সেনাবাহিনী পুলিশের কাছে কিছুই হস্তান্তর করেছি। তাই পুরোপুরীভাবে বলতে পারছি না।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan