A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মেয়র আইভীর পক্ষে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে এই মামলা পিবিআইয়ের দেওয়া চার্জশীটের নারাজী আবেদন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত দু’পক্ষের আইনজীবীদের শুনানীর প্রেক্ষিতে নারাজী আবেদন গ্রহণ করে সিআইডিকে এ নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলার ঘটনা ঘটেছিলো। পরে সেই মামলায় পিবিআই আদালতে অভিযোগ দেয়। কিন্তু সেই অভিযোগে বাদীপক্ষ সন্তুষ্ট হতে পারেননি। সেই সাথে আদালতে নারাজি আবেদন করেন। সেই নারাজির আবেদনের পেক্ষিতে আদালত আমাদের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়ে পরবর্তী তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের রাস্তার পাশে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে মেয়র আইভী’সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর সদর মডেল থানায় অভিযোগ দেন সিটি মেয়র। অভিযোগটি প্রথমে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হলেও ঘটনার ২২ মাস পর আদালতের নির্দেশে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০০-১০০০ জনকে আসামি করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ সময় তদন্ত শেষে গত ২৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

আগের সংবাদ দেখুনসাংবাদিক হত্যা চেষ্টাকারী’সহ গ্রেফতার ২
পরের সংবাদ দেখুন২৭নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা