নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নির্বাচনের আগেই কপাল পুড়লো এক কাউন্সিলর প্রার্থীর। মনোনয়নপত্র জমা দিয়ে এসে দেখেন তার আইনজীবীর মোটর সাইকেলটি নেই। মাত্র ১০ মিনিটেই চুরি হলো আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম এর আইনজীবী মো. সুমন এর ইয়ামাহা ফেজার এফআই ব্র্যান্ডের মোটর সাইকেলটি। এ ঘটনা শুক্রবার দুপুর পৌণে ২ টায় আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের নীচে ঘটেছে।
জানা গেছে, কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম দুপুর পৌণে ২টা নাগাদ আইনজীবী মো. সুমনসহ মোটর সাইকেলে চড়ে উপজেলা নির্বাচন অফিসে যান। নীচে মোটর সাইকেলটি রেখে দোতালায় উঠে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মাত্র ১০ মিনিটেই মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মো. সুমন এ বিষয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। ইয়ামাহা ফেজার সাইকেলটির মূল্য ৩ লাখেরও উপরে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, আমরা সিসি টিভি’র ফুটেজ দেখে চোর সনাক্ত ও মোটর সাইকেলটি উদ্ধার করার চেষ্টা করছি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan