ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে পঞ্চবটী মেথরখোলা থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ ডাকাত দলের চার সদস্য কে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিম নগর বারেকের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল বাতেনের প্ত্রু মঞ্জু, মাসদাইর গানতলীর রমজানের বাড়ীর ভাড়াটিয়া আলী আহম্মেদের পুত্র শাওন, দেওভোগ সামছুলের বাড়ীর ভাড়াটিয়া মনির ওরফে মনা মিয়ার পুত্র মিঠু দেওয়ান ও আলীগঞ্জের আক্তার হোসেনের ভাড়াটিয়া মোতাহার হোসেনেরে পুত্র শান্ত হোসেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের কে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী মেথর খোলা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পঞ্চবটী- মুন্সিগঞ্জ সড়কের উপর থেকে দেশীয় তৈরি দুটি ধারালো ছুরি সহ আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আটককৃতরা ফতুল্লা মডেল থানার পঞ্চবটী মেথর খোলা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পঞ্চবটী- মুন্সিগঞ্জ সড়কের উপর দাড়িয়ে রাস্তায় চলাচলকারী সি,এন,জি, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনে ডাকাতির জন্য অপেক্ষা করছিলো। স্থানীয়রা বিষয়টি টের পেয় তাদের কে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan