
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডে ‘অনন্ত অ্যাপারেলস লি.’ নামে একটি পোশাক কারখানায় কর্মরত মোসা. লিমা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, অসুস্থ বোধ করায় নিহত লিমা কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে কর্তৃপক্ষ তাকে ছুটি প্রদান করেনি। এতে কারখানাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে অসুস্থ নারী শ্রমিককে তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত লিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার থানাধীন চরবকল গ্রামের বাসিন্দা কাউসারের স্ত্রী। সে সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সহ পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে বসবাস করতো। অনন্ত অ্যাপারেলস লি. এ তিনি সিনিয়ির সুইং অপারেটর পদে চাকরি করতেন।
এদিকে বুধবার সকাল থেকে কাজে যোগদান না করে কারখানাটির শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ সকল শ্রমিকদের ছুটি ঘোষণা করে।
বিক্ষোভে অংশ নিয়ে লিমা আক্তারে সহকর্মীরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় লিমা আক্তার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজে যোগদান করতে বলে। পরে রাত ৯টার দিকে অসুস্থ লিমা আক্তার কর্মস্থলেই মৃত্যুবরণ করেন। কারখানা ম্যানেজমেন্টের অবহেলার কারণেই লিমা আক্তারের মৃত্যু হয়েছে।
নিহত লিমা আক্তারের স্বামী কাউসার বলেন, আমার স্ত্রী অসুস্থ্য থাকায় গতকাল কারখানায় যেতে চায় নি। পরে কারখানা থেকে ফোন করে আমার স্ত্রীকে কাজে নিয়ে যায়। আমার স্ত্রী তাদের কাছে ছুটি চাইলেও তারা ছুটি দেয়নি। রাতে খবর পাই আমার স্ত্রী মারা গেছে।
অনন্ত অ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি। তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছে। যাবতীয় খরচও আমরা দিয়েছি। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামেন শ্রমিকরা। তাই আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।
এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক জানান, গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। আমরা বিষয়টা খতিয়ে দেখবো। তদন্ত করা হবে।