A Top Ads

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্বীন মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার সকালে বটতলা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

দ্বীন মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ও ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহজাহান সাজু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান সাজু বলেন, অসহায়,গরীব,দু:খীর মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে নিজে আত্মতৃপ্তি পাই। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক এলাকার বৃত্তবানেরা যদি অহসায়,গরীব মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে প্রত্যেক অসহায় মানুষের ঈদুল ফিতর হয়ে উঠবে আনন্দের।

আগের সংবাদ দেখুনডেমরায় বিষঢেলে মাছ নিধন
পরের সংবাদ দেখুনবাংলা সনের জন্ম কথা