A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিশজন অস্বচছল নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখা। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ শুভসংঘ কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় হতদরিদ্র বিশজন নারী ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

উপহার নিতে এসে হতদরিদ্র হাফেজা বেগম জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাসাবাড়িতে কাজ করে কোনমতে সংসার চালান তিনি। বসুন্ধারা শুভসংঘের ঈদ উপহার পেয়ে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

খাদ্যসামগ্রীর প্যাকেট পেয়ে আনন্দে মর্জিনা বেগম বলেন, ঈদের আগে ঈদের খাবার আগে কেউ দেয়নি। আমরা গরিব মানুষ। খাদ্য সহায়তা পেয়ে আমরা খুবই খুশি হইছি। বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানাই।

সুবিধাভোগী আম্বিয়া বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। সন্তানদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। খাবার পেয়ে আমি অনেক খুশি। আল্লাহ বসুন্ধরা শুভসংঘের সবাইকে ভালো রাখুক।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উপদেষ্টা শাহ জাহান সাজু, সভাপতি মোহাম্মদ সোহাগ ইব্রাহীম, সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলু।

এ সময় বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উপদেষ্টা শাহ জাহান সাজু বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় সুবিধাভোগী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বসুন্ধারা শুভ সংঘের সভাপতি সোহাগ ইব্রাহীম ও সম্পাদক হাসান মজুমদার বাবলু বলেন, ঈদ উপহার অসহায় মানুষের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বসুন্ধরা শুভসংঘের এমন সহায়তামূলক আয়োজনে হত দরিদ্র মানুষরা উপকৃত হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ।

আগের সংবাদ দেখুনসোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরের সংবাদ দেখুনসদর উপজেলার ভোট স্থগিত