A Top Ads
সনিয়া হাওলাদার
আধপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো অশান্ত হয়ে উঠেছেন রুপগঞ্জের চনপাড়া পূনর্বাসন কেন্দ্র। সকালে বস্তি নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বারো জন। গুলিবৃদ্ধরা হলেন, সানি মিয়া, পারভেজ মিয়া, রুমান মিয়া, ইমন মিয়া। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পূর্ণবাসন এলাকাটি নিয়ন্ত্রণ করতো কায়েকপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজি বীর প্রতিকের আস্থাভাজন বজলুর রহমান বজলু। তার মৃত্যুর পর আবারো অশান্ত হয়ে উঠে চনপাড়া পূনর্বাসন কেন্দ্র। এলাকাটি দখলে নিতে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপ প্রতিনিয়তই অস্ত্রের মহড়া দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সকালে জয়নাল গ্রুপের সাথে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়।
আহতরা জানান, সংঘর্ষ চলাকালে তারা ওই পথ দিয়ে কাজে যাচ্ছিলেন হঠাৎই আচমকা তাদের উপর গুলিবর্ষণ হয়।কিভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তার কিছুই জানেন না তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আহতদের শরীরের বিভিন্নস্থানে গুলির চিহৃ পাওয়াগেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগের সংবাদ দেখুনআদালতের নির্দেশনা উপেক্ষা, দু’পক্ষ মুখোমুখি
পরের সংবাদ দেখুনআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ