সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সদস্য হিসেবে উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে রাখায় অভিনন্দন জানিয়েছেন তার সমর্থক ও ভক্তবৃন্দরা।
তারা জানান, সনমান্দি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম আমান মারা যাওয়ার পর তার ছোট ভাই নজরুল ইসলাম এলাকার নেতাকর্মীদের একত্রিত করে যোগ্য নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিডিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে অবিরাম কাজ করে যাচ্ছেন। নতুন কমিটিতে তাকে স্থান দেওয়ায় আমরা জেলা কমিটির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা ও তাদের অভিনন্দন জানাই।
নতুন কমিটির নব নির্বাচিত সদস্য নজরুল ইসলাম নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আওয়ামীলীগের নতুন কমিটিতে আমাকে সদস্য নির্বাচিত করায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদসহ সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ সেই সাথে আমি যেন দলের জন্য সবসময় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan