নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ মেহগনি কাঠ আটক করা হয়েছে। গতকাল রাতে গাড়ীসহ মেহগনি কাঠ ও বল্লী আটক করা হয়। যা বর্তমানে বাজার মুল্য আনুমানিক তিন লাখ টাকা। জানা যায় অবৈধ গাছের গাড়িটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল ত্রিপল দিয়ে গাড়িটি সন্দেহ হলে সংকেত দেয় এবং সার্চ করা হয়। সার্চ করলে অবৈধ কাঠ পাওয়া যায় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই বলে জানা যায়।
জব্দকৃত গাড়ি এবং অবৈধ কাঠ সোনারগাঁও বন বিভাগ অফিস হেফাজতে নিয়ে আসে।
সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল মুমিন জানান সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় গাড়ি সহ অবৈধ কাঠ আটক করা হয় । আটককৃত ট্রাক নাম্বার ঢাকা মেট্রো ট ১৮-৩৭১৭ বন আদালত, নারায়ণগঞ্জ বন মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan