নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
র্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং বিপুল পরিমান অবৈধ প্লাস্টিক ও ভেজাল খাদ্যপন্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১ মে) র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মাদ নোমান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মৌচাক এলাকায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন করে বাজারজাতকরণের অভিযোগে ইফাদ প্লাস্টিক’কে দশ হাজার টাকা, ইউনিক পলিমার’কে পনের হাজার টাকা, মিজমিজি এলাকায় সরকার প্লাস্টিক’কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিজমিজি এলাকায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের অভিযোগে আল-আমিন প্লাস্টিক এন্ড এসএসএম কোম্পানী’কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমান অনুমোদনহীন ভোজ্য তেল, লবন এবং প্লাস্টিক পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আল-আমিন প্লাস্টিক এন্ড এসএসএম কোম্পানী নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় অনুমোদন বিহীন ভেজাল ভোজ্য তেল, খাবার লবন ও অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছে। অন্যদিকে ইফাদ প্লাস্টিক, ইউনিক পলিমার এবং সরকার প্লাস্টিক নামক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছিল।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan