নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: রাজধানীর ডেমরায় সড়কের দু’পাশে যানজটসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করতে আবারও অভিযান পরিচালনা করেছে ডেমরা থানা পুলিশ। ডেমরা থানার ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপি কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত প্রায় পৌনে দুই কিলোমিটার সড়কে এ অভিযান পরিচালিত হয়। এলাকাবাসীর চরম ভোগান্তি দূর করতে এ সময় সড়কটিতে অবস্থিত তিন শতাধিক বিভিন্ন অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
ডেমরা জহিরুল ইসলাম বলেন, কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এ অভ্যন্তরীণ সড়কটিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। সড়কটিতে চলাচল করতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠতো বলে অভিযোগ রয়েছে। যানযট ও সড়ক দুর্ঘটনা এখানকবার নিয়মিত ব্যাপার। আর স্থানীয় কতিপয় দখলদারের নেতৃত্বে লাখ লাখ টাকা চাঁদার বিনিময়ে চলতো এসব দোকানপাট।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan