A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমান শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল আজিজ (২৬), মোঃ শাহিন উদ্দিন (২২)। এ সময় মাদক ও চোরা চালান পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১’র এএসপি সনদ বড়–য়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী ও চোরা চালান কারবারী। তারা দীর্ঘদিন ধরে একটি বিশেষ কৌশলে কাভার্ডভ্যানে করে অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। #

আগের সংবাদ দেখুন খেলা হবে ত্রি-রত্নের
পরের সংবাদ দেখুনখোকার মনোনয়ণে আনন্দ মিছিল,